জুলাই গণঅভ্যত্থান এর বর্ষপূর্তি উপলক্ষে সাটুরিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাটুরিয়া মডেল মসজিদে বাদ যোহরের পর এই দোয়ার মাহফিল উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
এসময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সিরাজ উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাউদ জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার ফিল্ড সুপারভাইজার মাইনুদ্দিনসহ বিভিন্ন দপ্তর প্রধান ও ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশ গ্রহণ করে। মাহফিলে জুলাই গণঅভ্যত্থান এ শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।