হিজলায় মাছের পোনা অবমুক্তকরণ

এফএনএস (মোঃ নুরনবী; হিজলা, বরিশাল) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ০৭:২৮ পিএম
হিজলায় মাছের পোনা অবমুক্তকরণ

বরিশালের হিজলায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ মাসের পর অভাবমুক্ত করা হয়।  উপজেলা পরিষদ পুকুরসহ মোট ৬ টি প্রতিষ্ঠানের পুকুর ও নদীতে ৩০৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ৩০জুন  মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার,  এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে নিবার্হী কর্মকর্তা বলেন, দেশীয় মাছ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মৎস্যজীবীদেরকে মাছে বংশ  ধ্বংসকারী  চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরা বন্ধ করাসহ সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত করতে হবে এবং পরিকল্পিত মাছের ঘের তৈরী করে মাছ চাষের মাধ্যমে আমরা দেশীয় মাছ রক্ষা করতে পারি। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মৎস্য সম্পদ আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অভয়াশ্রমগুলো থেকে মাছ ধরা বন্ধ করে তদারকি বাড়াতে হবে। আমরা সরকারের নির্দেশনা মেনে চলি তাহলে আমাদের পক্ষে দেশীয় মাছ রক্ষা করা সম্ভব। মাছের যে পোনাগুলো আমরা বিভিন্ন পুকুর ও নদীতে অবমুক্ত করছি সেগুলোও বড় না হওয়া পর্যন্ত সকলকে না ধরার জন্য অনুরোধ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে