খুলনার পাইকগাছায় দুর্বৃত্তরা শাহিদুজ্জামান (৫০) নামে এক ঘের ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে। আহত ঘের ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শাহিদুজ্জামান উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের আব্দুর রউফ সরদারের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ইউনিয়নের সোনাখালীতে হামলা ও মারপিটের এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে শাহিদুজ্জামান সোনাখালীস্থ নিজের ঘের থেকে বাড়ি ফিরছিল। কিছু দূর আসার পর পথিমধ্যে পূর্ব থেকে ওৎপেতে ১০/১২ জুন দুর্বৃত্ত শাহিদুজ্জামান এর উপর হামলা করে বেদম মারপিট করে গুরুতর আহত করে। কাঠুয়ামারীর জুলফিকার আলী জানান আমার ভাই আতিয়ার রহমান লোকালয় থেকে আড়াই কিলোমিটার দূরে বিলের মধ্যে ফাঁকা জায়গা থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে আমাদের বাড়িতে নেয়, পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চোর ধরে দেওয়া কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে হামলার এ ঘটনা ঘটতে পারে বলে সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান জানান। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বলে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান।