ত্রিশালে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

এফএনএস (ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ০৭:৪৭ পিএম
ত্রিশালে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবনের সময় হাতেনাতে আটক হওয়া এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দরিল্যা এলাকায় এ ঘটনা ঘটে। পৌর শহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা জামাল উদ্দীনের ছেলে মাহমুদুর রহমান ওই এলাকায় মাদকদ্রব্য কিনে সেবনের সময় স্থানীয় জনতা তাকে আটক করে।

পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। অভিযানে সহযোগিতা করে ত্রিশাল থানা পুলিশ ও ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। আটক মাহমুদুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, “সবার সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব। মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আপনার জেলার সংবাদ পড়তে