শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে শহিদুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) দুপুরে গ্রেপ্তার শহিদুল ইসলামকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে সোমবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম উপজেলার ঢালুকোনা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা ফরেস্ট অফিসের রাস্তার পার্শ্বে পাহাড়ি জঙ্গলে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/৯ জন ব্যক্তি জঙ্গলের ভিতরে মাথায় বস্তা নিয়ে পালিয়ে যায়। পুলিশও তাদের পিছু নেয়। কিন্তু গভীর জঙ্গলে পথ না চেনার কারনে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরবর্তীতে দাওধারা ফরেস্ট অফিসের পার্শ্বে জঙ্গলে তল্লাশি চালিয়ে ৮৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধারের পর তা জব্দ করা হয়। পরে পালিয়ে যাওয়া আসামীদের ধরতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারে জড়িত শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। পালিয়ে যাওয়া বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।