ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিখোঁজের একদিন পর মো. মনির হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার তাতখানা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের নিঘুরকান্দা গ্রামে তার ভগ্নীপতির বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন মনির। রাতভর খোঁজাখুঁজির পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা শরিফুল ইসলামের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা সেটি মনির হোসেনের বলে শনাক্ত করেন।
নিহত মনির প্রায় ২৫ বছর ধরে ওই গ্রামে তার বোন জামাই রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করছিলেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।