বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৩ ঘন্টা পরে ৭ জেলে উদ্ধার

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০২:০৬ পিএম
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৩ ঘন্টা পরে ৭ জেলে উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ৭ জেলেসহ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ৩ ঘন্টা সাগরে ভাসার পর স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসা শেষে পরিবারের কাছে পাঠিয়েছে নৌ পুলিশ। বুধবার বিকাল ৩ টায় কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগরের ৬-৭ কিলোমিটার গভীরে এই দুর্ঘটনা ঘটে। 

দূর্ঘটনায় আহত জেলেরা হলেন- মো. হাসান ঘরামি (৩৬), মো. তানিম (২০), মামুন (৩২),  ইসমাইল (৩৩), মাহাবুব (৩১), নাঈম (২২), ওলিউল্লাহ (২০)। তারা সবাই কুয়াকাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।

আহতরা জানায়, দূর্ঘটনার পরে জেলেরা সমুদ্রে ভাসতে থাকে একপর্যায়ে ৫ জন জেলেকে স্থানীয় অন্য একটি ট্রলার উদ্ধার করে। বাকি দু'জন ভাসতে ভাসতে তীর এলাকার কাছাকাছি চলে আসে। এক পর্যায়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের নজরে আসলে স্থানীয় পর্যটক বহনকারী স্পিডবোট পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান,  স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে ওয়াটার বাইক ও ট্রলারের মাধ্যমে দূর্ঘটনায় কবলিত ৭ জন জেলেকে তীরে নিয়ে আসতে সক্ষম হই। তারা সুস্থ আছেন এবং সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে