বকশীগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) :
| আপডেট: ৩ জুলাই, ২০২৫, ০৩:১৭ পিএম | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০২:৪১ পিএম
বকশীগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে আটক করে পুলিশকে দিয়েছে স্থানীয় এলাকা বাসী। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার  দিকে পৌর শহরের নামাপাড়া এলাকার নিজ বাসায় ওই খুনের ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর  নাম লাভলী আক্তার (৫০) ঘটনার পর তার স্বামী ওয়াহেদ আলী কবিরাজ (৭০) কে আটক করে পুলিশকে দিয়েছে স্থানীয়রা। নিহত লাভলী আক্তারের স্বজনরা জানান,  পারিবারিক কলহের কারনে লাভলী আক্তারের সাথে তার স্বামীর  প্রতিদিন ঝগড়া লেগেই থাকতো।

গত মঙ্গলবার দিবাগত রাতে সবাই যখন ঘুমিয়ে পরে  রাত ৩টার দিকে তার স্বামী ওয়াহেদ আলী কবিরাজ ছুরি দিয়ে তার স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। তার ডাক চিৎকারে পাশের রুমে থাকা তার ছোট ছেলে, ছেলের বৌ ও স্থানীয়রা এসে লাভলী আক্তারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতির হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে  তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করে। বুধবার দিবাগত রাত ৪ দিকে লাভলী বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় স্বামী ওয়াহেদ আলী কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে