মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০২:৪২ পিএম
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগ ঘিরে ঘটে গেল ভয়াবহ এক ঘটনা, যেখানে একই পরিবারের এক নারীসহ তিনজন গণপিটুনিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্থানীয় জনতা মাদক চোরাচালানের অভিযোগ তুলে তাদের ওপর হামলা চালায়।

নিহতদের পরিচয়ে কিছু বিভ্রান্তি দেখা গেলেও, বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী নিহতরা হলেন রুবি বেগম, তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি আক্তার। বয়স নিয়ে কিছুটা ভিন্নতা রয়েছে। কারও কারও বর্ণনায় রুবি বেগমের বয়স ৪৮ বছর, আবার কোথাও বলা হয়েছে ৫৮ বছর। রাসেলের বয়স এক প্রতিবেদনে ৩৫, আরেকটিতে ৩৮ বলা হয়েছে। জোনাকির বয়সও এক প্রতিবেদনে ২৭, অন্যটিতে ৩২ উল্লেখ করা হয়েছে। তবে তারা তিনজনই একই পরিবারের সদস্য।

এ ঘটনার সময় নিহত রুবির আরেক মেয়ে রুমা গণপিটুনির শিকার হন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। তার ভাষ্য, প্রাথমিকভাবে জানা যাচ্ছে নিহতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানও জানান, স্থানীয়দের অভিযোগে উত্তেজিত জনতা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুরো ঘটনা তদন্তাধীন।

কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যদিও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা রয়ে গেছে, তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, মুরাদনগর এলাকায় সম্প্রতি সহিংস ঘটনা বেড়েই চলেছে। এর আগে ২৬ জুন রাতে একই উপজেলায় ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক নারীকে বিবস্ত্র করে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সাত দিনের ব্যবধানে আবারও এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকা শোকাহত হয়ে পড়েছে।

এ ঘটনার পেছনে প্রকৃত কারণ মাদক ব্যবসা, নাকি অন্য কোনো ব্যক্তিগত বা সামাজিক দ্বন্দ্ব, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শেষে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে