লাকসাম পৌরসভা বিএনপির সম্মেলন ঘিরে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। সম্মেলন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন। সম্মেলনে পদ পত্যাশীদের প্রচারণা, দলীয় নেতা, কর্মী, বিভিন্ন পেশাজীবি ও সাধারণ মানুষেরও দৃষ্টি কেড়েছে। শহরের গুরুত্বপুণ স্থান সমূহে শোভা পাচ্ছে বিশাল আকৃতির বিলবোড। সেই সঙ্গে কেউ করেছেন ব্যানার, পেষ্টুন, পোস্টার ও লিফলেট। সম্ভাব্য প্রার্থীরা কাউন্সিলর ও ভোটারদের মন জয়ে স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চলতি জুলাই মাসে অনুষ্ঠিত হবে লাকসাম পৌরসভা বিএনপির সম্মেলন। পৌরসভা বিএনপির কে হচ্চেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। জানা যায় উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে তেমন একটা প্রচার প্রচারণা না থাকলেও পৌরসভা বিএনপির সম্মেলন নিয়ে চলছে জোর আলোচনা। পৌরসভা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী পদ প্রত্যাশী রয়েছে। সভাপতি পদ প্রত্যাশী দুই জন, সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী তিন জন, সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশী তিন জন রয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পৌরসভা বিএনপি সভাপতি প্রার্থী ভাইয়া গ্রুপের অন্যতম পরিচালক লাকসাম উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও লাকসাম পৌরসভা সাবেক মেয়র আলহাজ্ব মজির আহমদকে নিয়ে। তিনি পৌরসভা বিএনপির সভাপতি প্রার্থী হওয়ায় কাউন্সিলর ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ বেড়েছে। এছাড়া অপর সভাপতি প্রার্থী আবুল হাসেম মানু পৌরসভা বিএনপির চলমান আহবায়ক এবং পর পর দুইবার আহবায়ক ও সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ গোলাম ফারুক, আবুল হোসেন মিলন, বেলাল রহমান মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী হয়েছেন নিজাম উদ্দিন, মাহবুবুর রহমান মানিক ও আবু বকর ছিদ্দিক মিলটন। পদ প্রত্যাশীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের বিষয়ে মত প্রকাশ করেছেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম ভিপিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচন করার জন্য কাউন্সিলরগণ আহবান জানান।