ময়মনসিংহের ভালুকায় মো.মোশারফ হোসেন (০৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে গাইবান্ধার মাস্টার পাড়ার মো. নুরুজ্জামানের ছেলে। তারা বাবা,মা উপজেলার হবিরবাড়ীর লবণ কোটা গ্রামে ভাড়া বাসায় থেকে পোষাক কারখানায় চাকুরী করতো।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার মাস্টার পাড়ার মো. নুরুজ্জামান ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবনকোঠা গ্রামের জনৈক রিয়াজ উদ্দিনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করেন। বুধবার (০২ জুলাই) ঘটনার রাতে ছেলে মোশারফকে বাসায় রেখে তার মা-বাবা কাজে যান। রাত সাড়ে আটটার দিকে তাদের এক আত্মীয়া ওই বাড়ি গিয়ে মোশারফদের ঘরের দরজা বন্ধ দেখেন। ওই সময় ডাকাডাকি করেও ঘর থেকে কোন সারা শব্দ না পেয়ে বাবাকে খবর দেন। পরে নুরুজ্জামান পাশের ঘর দিয়ে তার কক্ষে প্রবেশ করে ছেলেকে ঘরের ধরনার সাথে গলায় উড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। মোশারফকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পুরিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিনূল ইসলাম জানান, মোশারফ হোসেনের লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রির্পোট আসলে জানাযাবে হত্যা না আত্নহত্যা।