চাঁদপুরের কচুয়ায় ০৭ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা আক্তার গ্রেফতার। গ্রেফতাকৃত সাহেদা আক্তার মিরপুর কালশীর রশিদার বস্তি এলাকার মৃত হুমায়ুন কবিরের স্ত্রী। বুধবার (২ জুলাই ২০২৫) সন্ধ্যায় উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
কচুয়া থানার উপ-পরিদর্শক এসআই মিন্টু ধর জানান, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাহেদা আক্তার (৫৫) কে আটক করা হয়। এসময় সময় তার কাছ থেকে ০৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ আজিজুল ইসলাম বলেন,এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।আজ সকালে যথাযথ পুলিশ পাহারায় আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।