শেরপুরে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০৫:৩২ পিএম
শেরপুরে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কৃষি অফিসের তত্ত্বাবধানে পরিবেশের জন্য ক্ষতিকর মোট ৪৫ হাজার ৬শ’টি ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করা হবে। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এদিন মোট ১৮ হাজার ৬শ’ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করা হয় এবং ক্ষতিগ্রস্থ নার্সারী মালিকদের প্রতিটি চারার জন্য ৪ টাকা হারে ক্ষতিপূরণ দেওয়া হয়।

এসময় উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি খাইরুল ইসলাম খান-সহ বিভিন্ন নার্সারী মালিক ও কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতী উপজেলা নার্সারী মালিক সমিতির সহ-সভাপতি মো. ফজলুল হক জানান, সরকারের নির্দেশনা মেনে ভবিষ্যতে তারা ইউক্যালিপটাস ও আকাশমনি জাতীয় গাছের চারা বিক্রি থেকে বিরত থাকবেন।

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মো.ফরহাদ হোসেন বলেন, বুধবার প্রাথমিকভাবে ১৮ হাজার ৬শ’ ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস করা হয়েছে। বাকি চারাগুলো বৃহস্পতিবার ধ্বংস করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্থ নার্সারী মালিকদের সরকারি কৃষি প্রণোদনার আওতায় টাকার চেক দেওয়া হচ্ছে। যদি কেউ নিজ উদ্যোগে এসব চারা ধ্বংস না করেন, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পরিবেশের জন্য হুমকি ইউক্যালিপটাস ও আকাশমনি চারা রোপণে সরকারিভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিস উপজেলার ২৭ টি নার্সারী থেকে প্রাপ্ত ১ লাখ ২৭ হাজার চারা নিধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠান। পরে সংশ্লিষ্ট দপ্তর প্রতি চারা ৪ টাকা হারে প্রণোদনার মাধ্যমে ৪৫ হাজার চারা নিধনের অনুমতি প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে