চৌগাছা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভুমি জনাব তাসমিন জাহান চৌগাছা মহেশপুর রোডের জিওলগাড়ী অভিমুখে রাস্তার ধারে ফলজ,বনজ বৃক্ষ রোপন করেন। তিনি বলেন পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভুমির প্রয়োজন।বাংলাদেশে বনভুমির পরিমান প্রয়োজনের তুলনায় অনেক কম। বৃক্ষরোপণ কর্মসূচি হল একটি পরিবেশগত কার্যক্রম, যেখানে গাছের চারা রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হয়। এর মূল উদ্দেশ্য হল পরিবেশকে সবুজ করে গড়ে তোলা, এবং কার্বন ডাই অক্সাইড শোষন করা ও বায়ুদূষণ কমানো। বৃক্ষ রোপন কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি,জীববৈচিত্র সংরক্ষণ এবং প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলার জন্য গুরুত্তপূর্ণ ভুমিকা পালন করে।