মোল্লাহাটে ঘের লুট ও সরঞ্জাম বিনষ্ট: ৬৬ জনের নামে মামলা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০৫:৪৮ পিএম
মোল্লাহাটে ঘের লুট ও সরঞ্জাম বিনষ্ট: ৬৬ জনের নামে মামলা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মৌপুরা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে গভীর রাতে ঘেরের মাছ লুট ও বিভিন্ন সরঞ্জাম বিনষ্টের মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। ৩০ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এনায়েত চৌধুরীর বাড়ি সংলগ্ন হুচনা বেগমের মৎস্য ঘেরে হামলা চালিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ ধরে নিয়ে গেছে প্রতিপক্ষরা। একইসাথে ঘেরে বিষ প্রয়োগ করে বাকি মাছ নিধন এবং বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে আরও প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত হুচনা বেগম। এ ঘটনায় হুচনা বেগম বাদী হয়ে মনু চৌধুরীকে প্রধান আসামি করে মোট ৬৬ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

হুচনা বেগম অভিযোগ করে জানান, পূর্বের একাধিক মামলার বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। ঘেরের মাছ ধরে নিয়ে যাওয়া ছাড়াও অক্সিজেন মেশিন, পানির পাইপ ও অন্যান্য মূল্যবান উপকরণ ধ্বংস করে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফজলুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে