আকাশমনি ও ইউক্যালিপটাসের ৭ হাজার চারা ধ্বংস করলেন ইউএনও

এফএনএস (ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০৫:৫৬ পিএম
আকাশমনি ও ইউক্যালিপটাসের ৭ হাজার চারা ধ্বংস করলেন ইউএনও

পরিবেশ, পানির স্তর ও জীববৈচিত্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে ৭ হাজার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। “কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাম্মাম জাহান, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মাহমুদা তাহমিনা ও শফিকুল ইসলাম প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান জানান, “এই গাছগুলো মাটির প্রচুর পানি শোষণ করে ফেলে, ফলে পানির স্তর নিচে নেমে যায়। এ ছাড়া এদের পাতা ও শিকর থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ অন্য গাছপালার বৃদ্ধি বাধাগ্রস্ত করে। এর ফলে জীববৈচিত্র্য নষ্ট হয়, পাখি ও পোকামাকড়ের আবাসস্থল ধ্বংস হয় এবং মাটির উর্বরতা হ্রাস পায়।”

ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, “পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশবিরোধী কোনো কার্যক্রম বরদাশত করা হবে না।”

আপনার জেলার সংবাদ পড়তে