লক্ষ্ণীপুরের রামগতিতে ট্রাক্টর ট্রলির নিছে চাপা পড়ে সামিয়া আক্তার শান্তা নামের স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের আজাদনগর ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। শান্তা আজাদনগর মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আলী হোসাইনের একমাত্র মেয়ে। বিদ্যালয়ের পরীক্ষা শেষে শান্তা পোড়াগাছা ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় নিজ বাড়ি ফিরছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজাদনগর মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী শান্তা বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে হাজীগঞ্জ এলাকায় তার বাড়িতে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালিভর্তি ট্রাক্টর ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টর ট্রলি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ড্রাইভার ও হেলপার কাউকে আটক করা যায়নি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।