চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজ শারমিন জাহান (যুগ্মসচিব) এবং প্রধান অতিথি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। গতকাল বুধবার সকালে ১৮ ডিসেম্বর ২০২৪ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার চাঁদপুর সফরে আগমন করেন এবং সদর ইউএনও অফিস পরিদর্শন এবং উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কত বছর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ এরশাদ উদ্দিন। সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চাঁদপুর সদর আল এমরান খান।