বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ও মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন। পুলিশ দুর্জয়ের ১০ দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্জয়ের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মানিকগঞ্জ সদর থানায়, অপরটি দৌলতপুর থানায় দায়ের করা হয়।
গত বছরের ৪ আগস্ট মানিকগঞ্জের বাসস্ট্যান্ডসংলগ্ন মানরা এলাকায় আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন এবং বিএনপি-সমর্থিত ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে হামলার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, সমাবেশে আওয়ামী লীগ নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং কেউ কেউ পঙ্গুত্বের শিকার হন।
এ ঘটনায় গত বছরের ৩ ডিসেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মো. সাদিকুল ইসলাম রাব্বি বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় মামলা করেন। সেই মামলায় দুর্জয় এজাহারনামীয় ১৩ নম্বর আসামি। পাশাপাশি একই দিনে দৌলতপুর থানায় দায়ের হওয়া আরেকটি মামলায় দুর্জয়কে প্রধান আসামি করা হয়েছে।
মানিকগঞ্জের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানিয়েছেন, সমাবেশে গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্রের আঘাতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি হামলার জন্য অস্ত্র সরবরাহ করেছিলেন।
বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল দুর্জয়কে গ্রেপ্তার করে। এরপর রাতেই তাঁকে মানিকগঞ্জে নিয়ে গিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার আদালতে হাজির করার সময় আদালত চত্বরে বিপুল পুলিশ মোতায়েন ছিল। একইসঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় করেন এবং দুর্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নাঈমুর রহমান দুর্জয় ২০০১ সালে বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিসিবির পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্যসহ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের প্রেক্ষিতে ২০২৪ সালের ২৪ অক্টোবর ঢাকার একটি আদালত নাঈমুর রহমান দুর্জয় ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।