নাসিরনগর হাসপাতালের নতুন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মকবুল হোসেন

এফএনএস (জালাল উদ্দিন মনির; নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০৭:৪৪ পিএম
নাসিরনগর হাসপাতালের নতুন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মকবুল হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. মকবুল হোসেন। আজ  বৃহস্পতিবার সকালে তিনি  যোগদান করেছেন। ডা. মকবুল হোসেন এর আগে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. মকবুল হোসেন নাসিরনগর উপজেলার  গোকর্ণ ইউনিয়নের পাঠানিশার বাসিন্দা। শিশু বিশেষজ্ঞ এ চিকিৎসকের উপজেলাব্যাপী ব্যাপক সুনাম রয়েছে।

এক প্রতিক্রিয়ায় তিনি উন্নত চিকিৎসাসেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমার লক্ষ্য এ উপজেলার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে তাদের সেবা করা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা।চাহিদা অনুযায়ী সবধরনের সেবা প্রদান করার আশাবাদ ব্যক্ত করে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে