ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বনাঞ্চলের প্রায় ৫০ একর জবরদখলকৃত জমি উদ্ধার করে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেছে বন বিভাগ। ৩ জুলাই বৃহস্পতিবার সকালে বন বিভাগ ও স্থানীয়দের সহযোগিতায় রসুলপুর রেঞ্জের সন্তোষপুর বিটের রাঙামাটিয়া ফরেস্ট ক্যাম্পের আওতায় রাঙামাটিয়া মৌজায় এ বৃক্ষ রোপণ করা হয়। বন বিভাগের তথ্য মতে, এ বিটে চলতি অর্থ বছরে প্রায় ৫০ হাজার চারা রোপণ করা হবে।
স্থানীয়রা জানান, বণ বিভাগের এ কার্যক্রমের ফলে সুফল পাচ্ছে সাধারণ মানুষ। এসব গাছ শুধু পরিবেশই রক্ষা করছে না, একই সঙ্গে কাঠ, ফল ও ঔষধি গাছের মাধ্যমে মানুষ পাচ্ছে আর্থিক সুবিধা। এই ধারা অব্যাহত থাকলে আগামীতে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে। এজন্য সার্বিকভাবে বনায়ন সৃষ্টি ও রক্ষায় সকলের সহযোগিতা করতে হবে।
সন্তোষপুর বিট কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক জানান, সামাজিক বনায়নের আওতায় এবং স্থানীয়দের সম্পৃক্ততায় চারা রোপণ করা হচ্ছে। এতে হতদরিদ্রদের পলট বরাদ্দ দেওয়া হবে এবং এর মাধ্যমে তারা লাভবান করা হবেন।
রসুলপুর রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ মকরুল ইসলাম আকন্দ বলেন, জনগণের সহযোগিতা পেলে বনায়নের সুফল আরও বিস্তৃত করা সম্ভব। এসময় তিনি এ কার্যক্রমের মাধ্যমে বন তার পুর্বের অবস্থানে ফিরে যাবে বলে আশা প্রকাশ করেন