সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সাকেল) একেএম ইমরান হোসেন খান। এরআগে বুধবার দুপুরে ১টার দিকে তাদেরকে সিলেটের কতোয়ালী থানা এলাকা থেকে সিলেট কতোয়ালী থানা পুলিশের সহযোগীতায় উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত অপু মিয়া (২৫)নামের একজনকে গ্রেফতার করে। অপুর বাড়ি সিলেটের সুনামগঞ্জেসে ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল একেএম ইমরান হোসেন জানান, সোমবার (৩০জুন) সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর দুই ছাত্রী দুপুর ১২ টার সময় বাংলা পরীক্ষা দিয়ে স্কুল থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনী।এরপর অভিভবকরা আত্বীয় স্বজন সহ বিভিন্ন স্থানে বহু খোঁজখুজির পর না পেয়ে সেনবাগ থানায় নিখোঁজ ডাইরী করেন। এরপর (১জুলাই) সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এশিয়ান টিভি ও দৈনিক জনকন্ঠের সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীর দেওয়া একটি মোবাইল নাম্বারের সুত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয় এবং বৃহস্পতিবার বিকেলে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।
এঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতারকৃত অপু মিয়াকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।
অপুর সঙ্গে ৮ম শ্রেনীর ছাত্রীর প্রেমের সর্ম্পকের কারনে বিয়ের প্রলভানে স্কুল সহপাঠি অপর ছাত্রীকে নিয়ে দুইজন বিদ্যালয় থেকে ঢাকা যায়, সেখান থেকে সিলেটে যায়।