চিরিরবন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

এফএনএস (মোরশেদ উল আলম, চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৫, ০৩:৪৩ পিএম
চিরিরবন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনায় তাল ও নারিকেল গাছের চারা এবং কৃষকদের মাঝে হাইব্রিড মরিচ, সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। 

গতকাল ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমি আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা এ কে এম আসাদুজ্জামান, লাবনী আক্তার, ফয়েজ হাসান, মো. আজিজুল হক, মো. মিনহাজুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রান্তিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।