দীর্ঘদিন সংস্কার না হওয়ায়

তানোর-বায়া রাস্তা ভেঙে পড়ায় ঝুকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ৪ জুলাই, ২০২৫, ০৪:০৭ পিএম
তানোর-বায়া রাস্তা ভেঙে পড়ায় ঝুকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন
রাজশাহীর তানোরে কাশিম বাজার নামক স্থান থেকে পবার বায়া বাজার পর্যন্ত বেশ কয়েকটি স্থানের রাস্তা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে ট্রাক বাস সিএনজি ও অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন। শুক্রবার দুপুরে সরেজমিনে ওই সড়কে চলতে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলজিইডি কর্তৃপক্ষের নির্মিত সড়কটির কালিগঞ্জ বাজার হতে দেওতলা মোড়ের দক্ষিণে, চাঁন্দুড়িয়া চকির ঘাট নামক স্থানে, হাড়দোহ বিলের মাঝের নাইস গার্ডেন নামক স্থানে, বাগধানী মোড়ের পূর্বদিকে ও পশ্চিম দিকের রাস্তা ছাড়াও বাগসারা মোড়ের উত্তর ও দক্ষিণ দিকের বিশাল এলাকাজুড়ে বিভিন্ন স্থানে ছোটবড় বেশ কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে। ফলে, বর্ষার শুরুতেই বৃষ্টির পানি জমে থাকার পাশাপাশি পিচ্ছিল হয়ে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ঘটছে ছোট বড় দূর্ঘটনা। এরপরও জীবনের ঝুকি নিয়ে ট্রাক, বাস, ট্রলি, সিএনজি ও মটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে দেবে যাচ্ছে। এতে চরম দূর্ভোগে পড়েছেন মানুষ বলে জানান সিএনজি চালক আলমগীর। অপরদিকে, বাগধানী ও দুয়ারি মোড়ে পুরোনো ব্রিজ দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও ওই ব্রিজ দিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। তবে, ওই দুই ব্রিজের পার্শ্বেই পৃথক দুটি ব্রিজ নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু সংযোগ সড়ক কাজ সম্পূর্ণ না হওয়ায় চালু করা হয়নি ব্রিজ দুটি। পুরোনো ব্রিজের উপর দিয়েই জীবনের ঝুকি নিয়ে যানবাহন চলাচল করছে। ওই ব্রিজ দুটিরও বিভিন্ন স্থানে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। যেকোন সময় ওই ব্রিজ দুটিতে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন যানবাহক চালকরা। তাই দ্রুত নতুন ব্রিজের সংযোগ সড়কের কাজ শেষ করে নতুন ব্রিজ দুটি চালুর দাবি জানিয়েছেন পথচারীরা। এই বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাসহ চরাচলকারী যানবাহনসহ জরুরি প্রয়োজনে শহরে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এব্যাপারে তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, বায়া বাজার থেকে কাশেম বাজার পর্যন্ত সড়কের হাড়দোহ বিল পর্যন্ত তানোর উপজেলার মধ্য রয়েছে। আর বায়া বাজার থেকে বাগধানী মোড়ের ব্রিজের উত্তরদিকে হাড়দোহ বিল পর্যন্ত পবা উপজেলার সীমানা। সড়কটি দুই উপজেলা মধ্যে পড়ায় সংস্কার ব্যবস্থায় বিলম্ব হচ্ছে। তবে, অল্পকিছু দিনের মধ্যে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে তিনি। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে