চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ডিবির হাতে গ্রেপ্তার

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৫, ০৬:৫৫ পিএম
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ডিবির হাতে গ্রেপ্তার

বরিশালের মুলাদীতে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ফাহিম (১৯) নামের এক তরুণ গ্রেপ্তার হয়েছেন।  গত বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল বগুড়া রোডের একটি মোটরসাইকেল শোরুম থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ফাহিম বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের আক্কাস ব্যাপারীর ছেলে। তিনি বুধবার রাতে মুলাদী উপজেলার ডিক্রীরচর গ্রামের সেকান্দার ব্যাপারীর ছেলে আল আমিনের মোটরসাইকেল চুরি করেছিলেন বলে জানায় পুলিশ। আল আমিন সম্পর্কে ফাহিমের আপন চাচাতো ভাই।

মুলাদী থানা পুলিশ জানায়, গত বুধবার রাতে ডিক্রীরচর বাধঘাট এলাকার জনৈক আরিফ কবিরাজের দোকানের তালা ভেঙে আল আমিনের মোটরসাইকেলটি চুরি হয়। ওই ঘটনায় আল আমিন বৃহস্পতিবার সকালে থানায় সাধারন ডাইরি (জিডি) করেন। পরে থানা থেকে জিডি কপি ও মোটরসাইকেল নম্বর বিভিন্ন শোরুমে পাঠিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ফাহিম বরিশাল বগুড়া রোডের একটি শোরুমে মোটরসাইকেল বিক্রি করতে গেলে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে রাতেই তাকে মুলাদী থানা পুলিশে হস্তান্তর করেন। গতকাল শুক্রবার সকালে ফাহিমকে কারাগারে পাঠানো হয়। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চাচাতো ভাইয়ের মোটরসাইকেল চুরির অভিযোগে এক তরুণকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছেন। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে