চাঁদপুরে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। শুক্রবার বিকালে (৪ জুলাই ২০২৫) কালিবাড়ি ও পুরান বাজার ঘোষপাড়া ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা।
বর্ণিল সাজে সজ্জিত ৩টি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হয়। পরে তা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন),শ্রী শ্রী মহাপ্রভু নীলাচল মন্দির, শহরের মুন্সেরপাড়া ফোনে হাই -্কুলের বিপরীত এবং পুরান বাজার হরিসভা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হয়। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে রথযাত্রা উৎসবের ৮ দিনব্যাপী নানা অনুষ্ঠানের।
ইসকন চাঁদপুর জেলা সভাপতি শ্রীমান জগদানন্দ পন্ডিত দাস ব্রহ্মচারী ও পুরানবাজার হরিসভা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধীকারীসহ চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ এবং ইসকন ও জগন্নাথ মন্দিরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ এ সময় উপ-ি’ত ছিলেন। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে এই উল্টো রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ নির্বিঘ্ন করার লক্ষ্যে শহরের বিশেষ নিরাপত্তা ব্যব-’া জোরদার করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের রথযাত্রা উৎসব চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। ১ম রথযাত্রা আরম্ভ হয় গত ২৭-৬-২০২৫ইং তারিখ। উল্টো রথের মাধ্যমে কাজ শেষ হয় ৪ জুলাই শুক্রবার।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সুভাষচন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা শান্তিপূর্ণভাবে এবারে রথযাত্রা সম্পন্ন হওয়ায় সকল মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।