চাঁদপুরে উল্টো রথে শেষ হলো রথযাত্রা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৫, ০৭:২৮ পিএম
চাঁদপুরে উল্টো রথে শেষ হলো রথযাত্রা

চাঁদপুরে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। শুক্রবার বিকালে (৪ জুলাই ২০২৫) কালিবাড়ি ও পুরান বাজার ঘোষপাড়া ইসকন  মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা।

বর্ণিল সাজে সজ্জিত ৩টি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হয়। পরে তা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন),শ্রী শ্রী মহাপ্রভু নীলাচল মন্দির, শহরের মুন্সেরপাড়া ফোনে হাই -্কুলের বিপরীত এবং পুরান বাজার হরিসভা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হয়। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে রথযাত্রা উৎসবের ৮ দিনব্যাপী নানা অনুষ্ঠানের।

ইসকন চাঁদপুর জেলা সভাপতি শ্রীমান জগদানন্দ পন্ডিত দাস ব্রহ্মচারী ও পুরানবাজার হরিসভা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধীকারীসহ চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ এবং ইসকন ও জগন্নাথ মন্দিরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ এ সময় উপ-ি’ত ছিলেন। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে এই উল্টো রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ নির্বিঘ্ন করার লক্ষ্যে শহরের বিশেষ নিরাপত্তা ব্যব-’া জোরদার করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের রথযাত্রা উৎসব চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। ১ম রথযাত্রা আরম্ভ হয় গত ২৭-৬-২০২৫ইং তারিখ। উল্টো রথের মাধ্যমে কাজ শেষ হয় ৪ জুলাই শুক্রবার। 

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সুভাষচন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা শান্তিপূর্ণভাবে এবারে রথযাত্রা সম্পন্ন হওয়ায় সকল মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে