গাইবান্ধার সাঘাটা উপজেলার বাটি গ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় নিরুপায় হয়ে সাঘাটা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আহত মাইদুল ইসলাম।
লিখিত বক্তব্যে বাটি গ্রামের মাইদুল ইসলাম জানান, বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের আব্দুর রশিদের মেয়ে তার তালাকপ্রাপ্ত স্ত্রী রওশনারা তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে বাধা দিলে সংঘর্ষের রূপ নেয়। এর জের ধরে মাঝেমধ্যেই মাইদুলের বাড়িতে এসে উক্ত তালাক প্রাপ্ত স্ত্রী ও তাদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করে প্রাণনাশের চেষ্টা চালায়। এতে মাইদুল ইসলামের গুরুতর আহত হয়ে সাঘাটা হাসপাতালে ভর্তি হন। ভুক্তভোগী মাইদুল ইসলাম জানান, মীমাংষার মাধ্যমেই আমাদের মাঝে তালাক হয়েছে। অথচ এখন তা মানছে না। আমাকে মেরে ফেলার জন্য একের পর এক হামলা চালাচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ নিয়ে কথা বলতে তার তালাকপ্রাপ্ত স্ত্রী রওশন আরার সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। এ ব্যাপারে সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, এ ঘটনা একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।