আপনাদের ভালবাসার প্রতিদান দিতে চেষ্টা করবো: নুরুল ইসলাম নুরুল

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) :
| আপডেট: ৫ জুলাই, ২০২৫, ০৭:৪৬ পিএম | প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ০৭:৪৬ পিএম
আপনাদের ভালবাসার প্রতিদান দিতে চেষ্টা করবো: নুরুল ইসলাম নুরুল

বাংলদেশ জাতীয়তাবাদি দল বিএনপিরভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সকাল ১১ টায় সদর উপজেলার রাধানগর পয়েন্ট থেকে বিশ্বম্ভরপুর উপজেলার চারটি ইউনিয়নের উদ্দেশ্যে প্রায় দেড় হাজারো মোটর সাইকেল নিয়ে শো-ডাউনের মাধ্যমে নেতাকর্মীদের সাথে নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ, ধনপুন, দক্ষিণ বাদাঘাট ও সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন বাজারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচীর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় নূরুল ইসলাম নুরুল বলেন, আমি আপনাদের লোক কিন্তু আপনারা যে আমাকে এতবেশী ভাল বাসেন তা আজকের আগে এতটা অনূভব করতে পারিনি। আপনাদের ভালবাসার প্রতিদান দিতে চেষ্টা করবো। এসময় হাজার হাজার জনতা সুনামগঞ্জে-৪ আসনে নুরুল ভাইকে চাই শ্লোগানে প্রকম্পিত করে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে কাজ করুন। আপনারা সফল হলে নেতা আপনাদের পচন্দের প্রার্থী দেবেন আশা করি। তিনি বলেন,  দলের দুসময়ে আপনাদের পাশে ছিলাম। আগামীতেও থাকতে চাই। আপনারা আমার প্রাণশক্তি। আপনাদের নিয়েই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে চাই। এ সময় তিনি জনগনের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. শেরেনুর আলী, আকবর আলী চেয়ারম্যান, দক্ষিণ শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, অশোক তালুকদার, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, মমিনুল হক কালারচাঁন, তফাজ্জল হোসেন, আজিজুর রহমান সৌরভ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম সহ অনেকেই।

নেতৃবৃন্দরা বলেন সুনামগঞ্জ-৪(সদনর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাধথারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলের কোন বিকল্প নেই। তাই আগামি নির্বাচনে এই আসনে এড. নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে