সরাইলে নিখোঁজের ১৪ ঘন্টা পর স্কুল ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৫, ১২:৩৬ পিএম
সরাইলে নিখোঁজের ১৪ ঘন্টা পর  স্কুল ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ১৪ ঘন্টা পর ময়না বেগম (০৯) নামের এক স্কুল ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার শাহবাজপুর গ্রামের হাভলী পাড়া মসজিদের দ্বিতীয়তলায় পড়েছিল ওই ছাত্রীর লাশ। স্বজন ও স্থানীয়দের ধারণা শিশুটিকে ধর্ষণের পর গলায় সেলোয়ার পেছিয়ে নির্মম ভাবে হত্যা করেছে পাষন্ডরা। শিশু ময়না সৌদী প্রবাসী মো. রাজ্জাক মিয়ার মেয়ে।  পুলিশ, পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায়, স্থানীয় লতিফ মোস্তারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। শনিবার বিকেলের দিকে সেলোয়ার কামিজ পড়াবস্থায় বাড়ি থেকে নিখোঁজ হয় ময়না। আশপাশের স্বজনদের বাড়িঘরসহ দূরবর্তী স্থানেও খোঁজে সন্ধান মিলেনি ময়নার। বাধ্য হয়ে ময়নার চাচা হেলিম মিয়া বাদী হয়ে শনিবার দিবাগত রাত ১টার দিকে সরাইল থানায় এই বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেন। আজ রোববার সকালে ময়নাদের বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে মক্তবে পড়তে গিয়ে হাভলী পাড়া মসজিদের দ্বিতীয়তলায় সেলোয়ার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ময়নার লাশ পড়ে থাকতে দেখে বাচ্চারা। খবর পেয়ে পরিবার ও স্বজনরা গিয়ে দেখেন পড়নের সেলোয়ার ময়নার গলায় পেছানো। গভীর রাতে জিডি করার কথা স্বীকার ময়নার চাচাসহ পরিবারের লোকজন বলছেন, মাছুম বাচ্চাটাকে ধর্ষণের পর নির্মম ভাবে হত্যা করেছে পাষন্ডরা। আমরা এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই। সরাইল থানার অফিসার ইটচার্জ মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত ও শনিবার করে বলেন, ময়নার লাশ উদ্ধারের জন্য পুলিশ শাহবাজপুর গিয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে