মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শৈলকুপার মকরমপুর গ্রামের প্রবাসী আমির বিশ্বাস মারা গেছে বলে জানা গেছে। প্রবাসী আমির বিশ্বাস একই গ্রামের মৃত মহম্মদ আলীর ছেলে। পারিবারিক
সূত্র জানায়, ঈদের দিন রাতে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় দেখা যায়, পেটের নাড়ি জড়িয়ে গেছে। সফল অস্ত্রোপচারের পরও জ্ঞান ফেরেনি তার।
টানা ২৮ দিন মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার দিবাগত রাতে সে মারা যায়।
হাসপাতালের চিকিৎসা বাবদ প্রায় ১৫ লাখ টাকা বিল বাকি রয়েছে। পরিবারের সদস্যরা আরো জানান, মালিকপক্ষ সহযোগিতা করলে ৭-৮ দিনের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।