চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ ৫ কিশোর গ্যাং সদস্য আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৫, ০১:৪৯ পিএম
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ ৫ কিশোর গ্যাং সদস্য আটক

যৌথ বাহিনী কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র সহ আটক হয়েছে। 

০৪ জুলাই ২০২৫ তারিখ রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভূক্ত অপরাধী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকা থেকে চিহ্নিত কিশোর গ্যাং সদস্য মোঃ রিমন (১৬), মোঃ ইসলাম (১৫), মোঃ রিয়াজ হোসেন (১৫), মোঃ জিহাদ (১৫) এবং মোঃ পারভেজ (১৬) 'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে স্থানীয়ভাবে তৈরি ০৩টি অস্ত্র, ০১টি ছুরি (বড়) এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃতদের এবং উদ্ধারকৃত ধারালো অস্ত্রগুলো চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর আর্মি ক্যম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে তাতে বলা হয়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে