নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতি, কিশোর গ্যাংয়ের উত্থান , দখল চাঁদাবাজি বন্ধ করা ও রাষ্ট কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।
আজ রোববার দুপুরে নোয়াখালী আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আয়বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির তথ্য ও দপ্তর সম্পাদক রবিউল হাসান পলাশের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কামরান, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সমগ্র জেলায় বিএনপির নাম করে যারা লুটপাট করবে, চাঁদাবাজি করবে, কিশোর গ্যাং সৃষ্টি করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। এছাড়াও রাষ্ট কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নোয়াখালী জেলা বিএনপি অবিচল কাজ করে যাবে।
লিখিত বক্তব্যে সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ বলেন, ছাত্র জনতার জুলাই আগস্ট গণঅভ্যর্থান বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক নতুন অভিযাত্রা এবং সম্ভাবনা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। ফ্যাসিষ্ট দুঃশাসনের অবর্ণনীয় যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাতি, ধর্ম, দল-মত নির্বিশেষে ছাত্র জনতা সঙ্ঘবদ্ধ হয়ে এই লড়াইয়ে সামিল হয়েছে। শত শত শহীদ আহত পঙ্গু সহযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমাদের ঐতিহাসিক এই বিজয় কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই মহান বিজয়কে নস্যাৎ করার এক চরম ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। পুরনো আমলের গ্যাংদের ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে। ইতোমধ্যে আমাদের দলের ও যারাই অপকর্ম করেছে আমরা তাদের বহিষ্কার, করেছি অপকর্ম করলে ১৩ ছাড় হবে না।
একশ্রেণীর রাজনৈতিক গোষ্ঠী বিএনপি বিরুদ্ধে অন্যায় ও অপপ্রচারে লিপ্ত। কল্পিত ঘটনা ঘটিয়ে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর ঢালাও তাই চাপানোর চেষ্টা লক্ষ্য করছি। অনেক সময় গণমাধ্যম কর্মীদেরকে বিভ্রান্ত করা হয়। আমরা প্রিয় সাংবাদিকদের সচেতন ভাবে প্রকৃত সত্য ঘটনা উদঘাটন করে সংবাদ প্রচারের আহ্বান জানাচ্ছি। যে কোন বিষয়ে আমাদের সাথে আলোচনা করে সংবাদ পরিবেশন করবেন বলে প্রত্যাশা করছি। পরিশেষে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।