নিজের রক্ত দিয়েও সাংবাদিকদের ঋণ শোধ করতে পারবে না এদেশের মানুষ

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ৬ জুলাই, ২০২৫, ০৩:২৮ পিএম
নিজের রক্ত দিয়েও সাংবাদিকদের ঋণ শোধ করতে পারবে না এদেশের মানুষ
নিজের শরীরের রক্ত দিয়েও সাংবাদিকদের ঋণ পরিশোধ করতে পারবে না এদেশের মানুষ। কারণ সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই জুলাই গণঅভ্যুত্থান সফল ও সম্ভব হয়েছে। দেশ স্বাধীন হয়েছে। সাংস্কৃতিক ও রাজনৈতিক ভাবে জুলাইকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। তাই আমি পেশাগত দায়িত্বের জয়গা থেকে সারাজীবন সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাব। তিনি বলেন- তাঁর দল বিএনপি ক্ষমতায় গেলে কোনো নেতাকর্মী সাংবাদিকদের কর্মকাণ্ডে বাঁধা হয়ে দাঁড়াবে না কখনো। আমি আইনজীবি হিসেবে সংবাদিকদের যেকোন বিপদে আপদে পাশে থেকে আইনি সহায়তা দেবো। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভায় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এসব কথা বলেন। তিনি পেশায় বাংলদেশ সুপ্রীমকোর্টের সিনিয়র এডভোকেট ও বিএনপি প্যানেল সুপ্রীমকোর্ট বার সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)। ব্যারিস্টার মিলনের আয়োজনে আলোচনা সভায় তানোর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবসহ প্র্রায় অর্ধশত সাংবাদিকবৃন্দ এতে অংশগ্রহণ করেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তানোর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়। সভাশেষে সব সাংবাদিককে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। ব্যারিস্টার মিলন গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তিনি মরহুম ব্যারিস্টার আমিনুল হকের ভাগিনা। খুব কাছে থেকে তিনি মরহুম ব্যারিস্টার আমিনুল হকের রাজনীতি দেখেছেন এবং মানুষের ভালোবাসা উপলব্ধি করেছেন। তিনি মনোনয়ন পেলে হারানো এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপিকে আসনটি উপহার দিতে পারবেন বলে আশাবাদী হয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- তানোর প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদ সাজু, সেক্রেটারী দেলোয়ার হোসেন সোহেল, কালেরকণ্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল মাস্টার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন, যুগান্তর পত্রিকার তানোর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ও তানোর প্রেসক্লাবের ক্যাশিয়ার ইমরান হোসাইন এবং দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক মাহবুব আলমসহ স্থানীয় প্রায় অর্ধশত সাংবাদিকবৃন্দ এতে অংশগ্রহণ করেন। ই/তা
0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে