লাকসাম-মনোহগরঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পেতে চান জিএম ফারুক স্বপন

এফএনএস (এমএসআই জসিম; লাকসাম, কুমিল্লা) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৫, ০৩:০৯ পিএম
লাকসাম-মনোহগরঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পেতে চান জিএম ফারুক স্বপন

কুমিল্লা ০৯ লাকসাম-মনোহগরঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পেতে চান জিএম ফারুক স্বপন। তিনি বলেন পদ নয়, কাজ দিয়েই নেতৃত্বের মূল্যায়ন হয়। আমি কাজের মধ্যমেই মানুষের হৃদয়ে স্থান করে  নিতে চাই। জিএম ফারুক স্বপন লাকসাম-মনোহগরঞ্জ নির্বাচনী এলাকার মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোল্লা বাড়ির কৃতি সন্তান। তিনি কুমিল্লা বোর্ড হতে ১৯৮৪ সালে এসএসসি, কুমিল্লা বোর্ড হতে ১৯৮৬ সালে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিএসসি অনার্স ১৯৯০ ইং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান এমএসসি ১৯৯১ ইং, ওয়াল্ড ইউনিভার্সিটি হতে এমবিএ ব্যবস্থাপনা ২০০৫ ইং, জাতীয় বিশ্ববিদ্যালয় হতে আইন বিভাগে এলএলবি ২০১৫ ইং পাশ করেন। 

রাজনৈতিক অভিজ্ঞতাঃ সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৯৯১-১৯৯২) ইং, সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(১৯৯০-১৯৯১) ইং, সাবেক সাধারণ সম্পাদক, শাহ আমানত হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(১৯৮৯-১৯৯০) ইং, নির্বাচিত সাহিত্য সম্পাদক, শাহ আমানত হল সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৯৯০) ইং, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০১২ বর্তমান), সাধারণ সম্পাদক চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ক্লাব, ঢাকা (২০২৫-২০২৭) ইং, সভাপতি রোটারী ক্লাব অব ঢাকা ফোর্ট (২০২৪-২০২৫) ইং, সদস্য এডহক কমিটি, ফ্যাড ক্যাব (২০২৪-২০২৫) ইং, 

পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাঃ সিইও ও ব্যবস্থাপনা পরিচালক এফসিলন ইন্টারন্যাশনাল, পরিচালক রুট গ্রুপ অব কোম্পানিজ, ব্যবস্থাপনা পরিচালক ডঊ৪ণঙট, প্রতিষ্ঠাতা ও পরিচালক ব্রিটিশ এডুকেশন সেন্টার (ঙভয়ঁধষঅনুমোদিত)।

সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডঃ সভাপতি বায়তুল মালেক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা গোবিন্দপুর মনোহরগঞ্জ, সভাপতি গোবিন্দপুর মডেল একাডেমী মনোহরগঞ্জ, সভাপতি তাহেরা মালেক ফাউন্ডেশন মনোহরগঞ্জ, ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প, রক্তদান কর্মসূচী, স্যানিটেশন ও নারী স্বাস্থ্যে সচেতনতা, গ্রামীণ শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও বিদেশে পড়াশোনায় সহযোগিতা, পরিবেশ সচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচী, যুব উন্নয়ন ডিজিটাল স্কিলস ট্রেনিং নারী ক্ষমতায়ন। 

পারিবারিক পরিচয়ঃ মাতা রত্নগর্ভা পুরস্কারপ্রাপ্ত, ভাই বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী, ভাই যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত (লন্ডন), কন্যা অস্ট্রেলিয়ায় আইন বিষয়ে অধ্যয়নরত, পুত্র যুক্তরাজ্যে (লন্ডন) অধ্যয়নরত।

বিশেষ অবদানঃ বিগত গত ৯০ দশক থেকে ৩৫ বছর বিএনপির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহন ও জড়িত, ছাত্র রাজনীতি ও দলীয় সংগঠনে ব্যাপক অভিজ্ঞতা, শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক কাজ ও সমাজকল্যাণে নিবেদিত। জিএম ফারুক স্বপন বলেন লাকসাম মনোহরগঞ্জ আমার প্রাণ। এখানকার প্রতিটি মানুষ আমার আপন। আমি চাই এই অঞ্চলের প্রতিটি পরিবার উন্নয়নের আলোয় আলোকিত হোক। আমি যদি আপনাদেও মূল্যাবান ভোটে নির্বাচিত হই তবে সুশাসন, শান্তি ও প্রগতির প্রতীক হিসেবে কাজ করবো। আপনাদের পাশে থেকে আপনাদের স্বপ্ন পূরণে হবো নিরলস এক সৈনিক। জিএম ফারুক স্বপন আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে মনোনয়ন পেতে চান। তিনি বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে ও নির্বাচিত হলে লাকসাম মনোহরগঞ্জকে উন্নয়নের মডেল হিসেবে পরিণত করবো। তিনি সকলের দেয়া কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে