পপ সংগীতের আলোচিত তারকা জাস্টিন বিবার ও তার স্ত্রী হেইলি বিবারকে ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। সম্প্রতি ডাচ ডিজে মার্টিন গ্যারিক্সের কনসার্টে এই দম্পতির উপস্থিতির একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ভিডিও ঘিরেই শুরু হয়েছে নানা মন্তব্য, বিশ্লেষণ ও গুঞ্জন—যেখানে অনেকেই দাবি করছেন, এই দম্পতির সম্পর্ক আর আগের মতো নেই, বরং এখন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, “বেবি” খ্যাত জাস্টিন বিবার ডিজে বিটের তালে নাচছেন, আর পাশেই বসে থাকা হেইলি বিবার মোবাইল স্ক্রিনের দিকে মনোযোগী। কয়েক সেকেন্ডের জন্য হেইলি স্বামীর দিকে তাকালেও, ফের ফোনে চোখ রাখেন। যদিও পুরো ভিডিওতে দু’জনকেই একসঙ্গে কনসার্ট উপভোগ করতে দেখা গেছে, তবে অনেকের মতে, এই ছোট্ট দৃশ্যেই তাদের সম্পর্কের দূরত্বের আভাস মিলেছে।
একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “দেখতেই খুব অস্বস্তিকর। তাদের সম্পর্ক প্রায় শেষের দিকে… হেইলি পুরোপুরি বিরক্ত দেখাচ্ছিল।” অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “তাদের চোখের ভাষাই সব বলে দিচ্ছে। হেইলি মানসিকভাবে সেখানে নেই, আর জাস্টিন যেন কিছুই টের পাচ্ছেন না।”
এদিকে, জাস্টিনের অনেক ভক্ত হেইলির এই ‘উদাসীন’ আচরণ দেখে ক্ষোভও প্রকাশ করছেন। একজন লিখেছেন, “এত বছর ধরে এই ছেলেটার সঙ্গে থাকার পরও হেইলি তাকে দেখে বিরক্তি প্রকাশ করছেন।” আরেকজন মন্তব্য করেছেন, “জাস্টিন এর চেয়েও ভালো কাউকে পাওয়ার যোগ্য।”
তবে বিষয়টি একপাক্ষিক নয়। কেউ কেউ আবার হেইলিকে দোষারোপ না করে বলেছেন, পুরনো ভিডিও থেকে সম্পর্কের সত্যতা নির্ণয় করা উচিত নয়। তাদের মতে, শুধু একটি মুহূর্ত দেখে কোনো সম্পর্কের গভীরতা মাপা যায় না।
প্রসঙ্গত, জাস্টিন বিবার ও হেইলি বিবার ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি আবারও গুঞ্জন উঠেছে যে, তাদের দাম্পত্য জীবন খুব একটা স্বাভাবিক নেই। তবে এর মধ্যেই মার্কিন ম্যাগাজিন ওকে-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই দম্পতি নাকি তাদের দ্বিতীয় সন্তানের আগমনের প্রস্তুতি নিচ্ছেন। কারণ, তাদের প্রথম সন্তান জ্যাক ব্লুজ বিবার জন্মগ্রহণ করেছে মাত্র ৯ মাস আগে।
সবমিলিয়ে, জাস্টিন ও হেইলির সম্পর্কের বিষয়ে স্পষ্ট করে কোনো বক্তব্য পাওয়া যায়নি এই দম্পতির কাছ থেকে। তবে নেটিজেনদের আলোচনা ও নানা বিশ্লেষণে তাদের ব্যক্তিজীবন আবারও হয়ে উঠেছে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনের আলোচনার অন্যতম বিষয়।