তারকাবহুল ‘উৎসব’–এ এক মাসে পাঁচ কোটির বেশি টিকিট বিক্রি

এফএনএস বিনোদন | প্রকাশ: ৭ জুলাই, ২০২৫, ০৪:৩৮ পিএম
তারকাবহুল ‘উৎসব’–এ এক মাসে পাঁচ কোটির বেশি টিকিট বিক্রি

ঈদুল আজহার মৌসুমে মুক্তিপ্রাপ্ত তানিম নূর পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘উৎসব’ তার নামের মতোই দেশের প্রেক্ষাগৃহে একটি উৎসবের আমেজ তৈরি করেছে। মুক্তির এক মাস পার না হতেই সিনেমাটি টিকিট বিক্রির পরিসংখ্যানে প্রমাণ করে দিয়েছে, মানসম্মত কনটেন্ট ও তারকাবহুল অভিনয়ের সমন্বয় হলে দর্শক বরাবরই হলে ফিরতে প্রস্তুত।

ডোপ প্রোডাকশনস ও লাফিং এলিফ্যান্টের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি দেশে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিকভাবেও প্রশংসা কুড়িয়েছে। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ‘উৎসব’ সিনেমাটি মুক্তি পেয়েছে এবং সেখানে দর্শক প্রতিক্রিয়া ছিল আশাব্যঞ্জক।

সোমবার (৮ জুলাই) প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মুক্তির ২৯ দিনের মাথায় দেশীয় বক্স অফিসে ‘উৎসব’ সিনেমার টিকিট বিক্রির পরিমাণ পেরিয়েছে ৫ কোটি টাকা। চলমান সময়ে যেখানে পাইরেসির আঘাতে চলচ্চিত্রের রাজস্ব হুমকির মুখে, সেখানে দর্শকপ্রিয়তার এমন পরিসংখ্যান দেশের চলচ্চিত্র শিল্পের জন্য নিঃসন্দেহে বড় একটি ইতিবাচক বার্তা।

চলচ্চিত্রটির সৃজনশীল নির্মাতা তানিম নূর বলেন, ‘প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, দর্শকের যে ভালোবাসা পাচ্ছি সেটা অভূতপূর্ব। উৎসব যেন আলাদা উৎসবই তৈরি করে দিয়েছে।’

‘উৎসব’ চলচ্চিত্রের কাহিনির মূল ভিত্তি ব্রিটিশ সাহিত্যিক চার্লস ডিকেন্সের ১৮৪৩ সালে প্রকাশিত কালজয়ী উপন্যাস A Christmas Carol-এর বাংলা রূপান্তর। উপন্যাসটির গল্প বহুবার আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রায়িত হলেও এই প্রথমবারের মতো এর এক ব্যতিক্রমী সংস্করণ দেখা গেল বাংলা ভাষায়।

‘পরিবার ছাড়া দেখা নিষেধ’—এই ব্যতিক্রমী ট্যাগলাইন নিয়ে মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমাটি দর্শকের হৃদয়ে দারুণ প্রভাব ফেলেছে। অনেক দর্শকই জানিয়েছেন, এই সিনেমা তাদের শৈশবের পারিবারিক বন্ধন ও পুরোনো উৎসবমুখর সময়ের কথা মনে করিয়ে দিয়েছে।

চলচ্চিত্রটির মূল শক্তি তার অভিনয়শিল্পী ও চরিত্রায়ণ। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান ও সৌম্য জ্যোতির মতো তারকাদের একসঙ্গে পর্দায় দেখা দর্শকদের জন্য ছিল আলাদা আকর্ষণ।

গল্প রচনায় ছিলেন চারজন লেখক—তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় উপস্থাপিত হয়েছে একটি আবেগঘন ও মানবিক গল্প।

বক্স অফিস আয় ও দর্শকপ্রিয়তা বিবেচনায় ‘উৎসব’ সিনেমাটি চলতি বছরের অন্যতম সফল ছবি হিসেবে বিবেচিত হচ্ছে। চলচ্চিত্র অঙ্গনের বিশেষজ্ঞদের মতে, এমন সফল চলচ্চিত্র আরও নিয়মিত হলে আসলে দর্শক ও নির্মাতা—উভয় পক্ষই উপকৃত হবে, আর শিল্পটি ফিরে পাবে তার পুরোনো গৌরব।

আপনার জেলার সংবাদ পড়তে