যৌথ বাহিনী কর্তৃক চাঁদপুরের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৫, ০৭:১২ পিএম
যৌথ বাহিনী কর্তৃক চাঁদপুরের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ

০৭ জুলাই ২০২৫ তারিখ সকাল সাড়ে নয়টায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রের সিস্টেম এবং শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার এইচএসসি পরীক্ষা কেন্দ্র সমূহের শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

একই দিন একই সময়ে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার এইচএসসি পরীক্ষা কেন্দ্র সমূহের শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্প হতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে