পুঠিয়ায় রথ মেলা শুরু, প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা

এফএনএস (কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৫, ০৭:২৫ পিএম
পুঠিয়ায় রথ মেলা শুরু, প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা

 পুঠিয়ায় রথ মেলার সরকারি অনুমতি ৯ দিন শেষ হওয়ার পরও দুইদিন ধরে মেলার কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ের এলাকা শিক্ষার্থীর অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন। ২৭ জুন থেকে রাজবাড়ি মাঠে রথ মেলা শুরু হয়েছে। ৫ জুলাই পর্যন্ত মেলা চলবে। কিন্তু দুইদিন অতিবাহিত হওয়ার পর এখনো পর্যন্ত মেলার কার্যক্রম বন্ধ হয়নি। স্থানীয়রা বলছে, দুপুর হতে গভীর রাত পর্যন্ত রথের মেলায় থাকা কয়েকটি মাইকের শব্দে এলাকার শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাঘাত ঘটছে। সজিব রহমান নামের অভিভাবকরা বলছেন,সন্তানদের কোনো ভাবেই পড়াশোনার টেবিলে বসানো যাচ্ছে না। সবসময় রথের মেলায় কি আছে তা আমাকে এবং তার মাকে বলছেন। আর শুধু বলছে আবার তাকে মেলায় নিয়ে যেতে হবে। অপর দিকে মেলার শুরুর দিন হতে কয়েকটি চিহ্নিত মাদককারবারিরা প্রকাশ্য মেলার আশেপাশে মাদক কেনাবেচা করছে। অবশ্য মেলা চলানোর জন্য থানাকে প্রতিদিন টাকা দিতে হয়েছে। তাই তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহন করছে না। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝর বলেন, রথের মেলার সরকারি অনুমতি ছিল ৯ দিন ছিল। মেলা আয়োজক কমিটিকে আমি ইতোমধ্যে বলে ছিয়েছি। আজকের ভিতরে মেলার কার্যক্রম বন্ধ না করলে আগামীকাল আমি নিজে উপস্থিত থেকে সবকিছু বন্ধ করে দেব।