বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জামালপুর জেলা শাখার সাবেক আমীর জামালপুর -০১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী বলেছেন জুলাই শহীদদের আবেগ ও ত্যগের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। ৭ জুলাই। সোমবার বিকালে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকার চর দাখিল মাদরাসা মাঠে আয়োজিত জামায়াতের এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ কথা বলেন। মেরুরচর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত ইউনিয়ন সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর বকশীগঞ্জ উপজেলা আমীর শফিকুল্লাহ বিএসসি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল। এ ছাড়াও সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাওলানা সাইফুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শাফিউল ইসলাম যুব নেতা ইয়ামলিখা প্রমুখ । জামায়াতের এমপি প্রার্থী নাজমুল হক সাঈদী বিএনপির একজন সিনিয়র ঝানু রাজনৈতিক নেতার জুলাই বিপ্লবের সনদকে আবেগ বলে অবজ্ঞা করার নিন্দা জানিয়ে আরো বলেন -
শহীদ আবুসাঈদের আবেগ ছিলো বলেই নিশ্চিত মৃত্যু জেনেও বন্দুকের গুলির সামনে খালি বুক পেতে শহীদ হতে পেরেছিলো। আবু সাঈদের দেখানো আবেগেই মুগ্ধ, ওয়াসিম সহ অগনিত শহীদ সকল বাঁধা উপেক্ষা করে হিম্মত নিয়ে রাস্তায় বেড়িয়ে আসতে পেরেছিলো এবং শহীদ হওয়ার গৌরব অর্জন করতে পেরেছে।
শহীদদের আবেগ ছিলো বলেই আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, খালেদা জিয়া সহ অসংখ্য রাজনৈতিক বন্দী মুক্তি পেয়েছেন, গুম হওয়া সালাউদ্দিন সাহেব জীবন্ত দেশে ফিরে কথা বলতে পারছেন । সেই আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে।
ছাত্রজনতার আবেগ ছিলো বলেই ডাইনী, পিশাচীনী ফ্যাসিষ্ট হাসিনার পুলিশ বলেছিল
একটা গুলি করি, একটাই মরে, ঐ একটাই যায় স্যার, বাকিডি যায়না! আবেগ ছিলো বলেই মা তার শিশু সন্তান কেও গুলির মুখে রাজ পথে পাঠিয়েছিলেন। ১৬ বছরের জেল,জুলুম শোসন, দুর্নীতি, হত্যা, খুন ও গুমের ফ্যাসিবাদী শাসনের পর ২০২৪ এর জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা দেখাতেই হবে, শহীদদের রক্তের মুল্য দিতেই হবে, শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতেই হবে, এর অংশ হিসেবেই জুলাই সনদ ঘোষণা করে আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে এবং সেই সনদের আওতায় আগামী ৫ আগষ্ট গনভ্যুত্থানের ১ম বার্ষিকী পালন করতে হবে। তার পর নির্বাচনের চিন্তা শুরু করতে হবে। এ জন্যেই যে কোন নির্বাচনের আগে দেশ গড়ার মৌলিক সংস্কার এবং তার আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি হিসেবে সর্বাগ্রে জুলাই সনদ ঘোষণা করতে হবে। তিনি প্রধান উপদেষ্টা কর্তৃক লন্ডন থেকে ঘোষিত নির্বাচনের সময় আসার আগেই কাংখিত মৌলিক সংস্কার করা, শেখ হাসিনা সহ ফ্যাসিবাদী শাসনের দোসরদের হত্যা, খুন, গুম, আয়নাঘর সহ মানবতা বিরোধী সকল অপরাধ ও গনহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন করা, দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের আর্থিক ভিত ঠিক রাখার কারিগর দেশের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে জনগণের স্বার্থের সাথে সরাসরি সম্পৃক্ত স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে পরে পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান। তিনি চোর সড়িয়ে বাটপার আনার জন্যে বা দুর্নীতিবাজ সড়িয়ে চাঁদাবাজদের হাতে দেশ তোলে দেয়ার জন্যে জুলাই আন্দোলনে ছাত্রজনতা জীবন দেয়নি বলে উল্লেখ করে আরো বলেন যদি কেউ কালো টাকা আর পেশী শক্তির দ্বারা নির্বাচন প্রভাবিত করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে থাকেন জনগণকে সাথে নিয়ে জামায়াত তা দু:স্বপ্নে পরিনত করবে ইনশাআল্লাহ। তিনি দুর্নীতি, জনগণের সম্পদ লুন্ঠন এবং অবৈধ কালোটাকার ধারক বাহকরা যাতে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যায় তার জন্য সত্যিকারের সংস্কার সম্পন্ন করে জনগনের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা ও সকল দল ও শ্রেণীর জন্যে সমান অধিকারের লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান।