মুক্তাগাছায় মোহাব্বত আলী নামের ভোগ্য পণ্যের ডেলিভারি বয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । মুক্তাগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের বটতলা মোড়ের দিশা এন্টারপ্রাইজের গোডাউনে ঘটনাটি ঘটেছে। নিহত মোহাব্বত আলী উপজেলার পদুরবাড়ী এলাকার কেরামত আলী ও মমতাজ বেগমের পুত্র। জানা যায়, মোহাব্বত আলী নন্দীবাড়ীর বটতলা মোড়ের দিশা এন্টারপ্রাইজে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো। কাজ শেষে রাতে গোডাউনের পাশের কক্ষে মাস খানেক ধরে রাত্রিযাপন করে আসছিল। মঙ্গলবার সকালে দিশা এন্টারপ্রাইজের মালিক কার্তিক কালুয়া গোডাউনে এসে মোহাব্বতের সাড়া না পেয়ে প্রতিবেশী ও পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সাথে রশিতে ঝুলে থাকা অবস্থায় মোহাব্বতের লাশ উদ্ধার করে। মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, অপমৃত্যুর সংবাদ প্রাপ্তির পর ডিউটি অফিসারকে পাঠানো হয়। ফ্যানের সাথে ফাঁসীতে ঝুলন্ত মরদেহ নামিয়ে সুরতহাল করে থানার আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মমেকে পাঠাবো হবে। একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।