গজারিয়ায় খাল দখলের নামে ব্যবসায়ীকে হয়রানীর অভিযোগ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৮ জুলাই, ২০২৫, ০৫:৫০ পিএম | প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ০৫:৫০ পিএম
গজারিয়ায় খাল দখলের নামে ব্যবসায়ীকে হয়রানীর অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সরকারি খাল দখলের অভিযোগ এর নামে এক ব্যবসায়ী,বিএনপি'র নেতাকে হয়রানী ও সন্মানহানীর অভিােগ উঠেছে। 

সরেজমিনে মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়ন এর দক্ষিণ লামছড়ি মৌজার আর এস ১ নং খতিয়ানে ৮৩৯ নং দাগের খালটি  ফুলদী নদী শাখা নদী থেকে প্রবাহিত হয়ে সোনালী মার্কেট দিয়ে গোসাইচর গ্ৰামের মধ্য দিয়ে নাজিরচর ফুলদী নদীর সাথে মিলিত হয়। কালের পরিবর্তনে সোনালী মার্কেট দিয়ে খালটির উপর কোন ব্রীজ/ কালভার্ট না দিয়ে রাস্তা নির্মাণ করা হলে খালটি বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে মার্কেট সংলগ্ন খালের জায়গাটি পাশের গজারিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভরাট করে স্থাপনা নির্মাণ করে দখল করে নেয়।স্থানীয় ভাবে পাশ্ববর্তী পৈত্রিক সম্পত্তিতে বালু,ইট রেখে ব্যবসা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও জিএস গজারিয়া সরকারী কলেজ ছাত্র সংসদ এর সাবেক জিএস, জেলা ছাত্রদল এর সাবেক যুগ্ম সা: সম্পাদক, জেলা যুবদল এর সাবেক সহ- সভাপতি নাসির উদ্দিন কিন্তু গত কিছুদিন যাবৎ কতিপয় ব্যবসায়ী তাঁর সুনাম ক্ষুন্ন করার জন্য অপ প্রচার করছেন বলে অভিযোগ করেন তিনি। 

স্থানীয় বাসিন্দা বাবু জানান, সোনালী মার্কেট থেকে গজারিয়া লঞ্চ ঘাট পর্যন্ত সড়কটি আওয়ামী লীগ সরকারের আমলে খালটির উপর কোন ব্রীজ/ কালভার্ট না দিয়ে রাস্তা নির্মাণ করা হলে খালটি বন্ধ হয়ে যায়। ওই সময় গজারিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নামে খাল ভরাট করে দোকানপাট তুলে ভাড়া আদায় করছে।এখন নিজের জমিতে বালু ভরাট করে ব্যবসা করায় নাসির ভাইয়ের নামেও মিথ্যা অপ প্রচার চালাচ্ছে স্বার্থন্বেষী মহল।

বিষয়টা নিয়ে নাসির উদ্দিন বলেন,পৈত্রিক ওরারিশ সূত্রে পাওয়া জমিতে ব্যবসা করছি, যাতায়াতের জন্য স্থানীয় মসজিদ থেকে জায়গা ভাড়া নিয়ে সড়ক নির্মাণ করেছি,খাল তো পূর্বেই দখল করে নিয়েছে সরকারী সড়ক আর বিদ্যালয় কতৃপক্ষ।

এ বিষয়ে গজারিয়া ইউনিয়ন ভূমি অফিসার নজরুল ইসলাম বলেন,আমাদের কাছে খাল দখলের কোন অভিযোগ নেই।

আপনার জেলার সংবাদ পড়তে