একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা দেশের শান্তি চায় না: পাবেল চৌধুরী

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ০৬:২১ পিএম
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা দেশের শান্তি চায় না: পাবেল চৌধুরী

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, “একাত্তর ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা কখনো দেশের শান্তি চায়নি, আজও তারা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।”

মঙ্গলবার দুপুরে দিরাই গণমিলনায়তনে “জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ”শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ মিয়া ও পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলীর যৌথ পরিচালনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

পাবেল চৌধুরী বলেন, “জুলাই আন্দোলনের প্রথম শহীদ মেধাবী ছাত্র আবু সাঈদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে দেশজুড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনা হয়, যার ফলেই আমরা ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবে বিএনপি সাহসী ভূমিকা পালন করে, যেখানে আমাদের প্রায় সাড়ে চারশো নেতাকর্মী শহীদ হয়েছেন।”

তিনি আরও বলেন, “যারা বিগত ১৫-১৬ বছর রাজপথে ছিলেন না, তাদের এখন দলের নেতৃত্বে আসা উচিত নয়। বরং আমাদের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানাই।”


তিনি বিএনপির কর্মীদের উদ্দেশ্যে বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। তাদের আত্মত্যাগ স্মরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে দেশবিরোধী অপশক্তির যোগ্য জবাব দিতে হবে।”

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা নুরুল হক তালুকদার, সোয়েব হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, বাবুল সরদার, জিলাল চৌধুরী, আবু সাঈদ, মঞ্জু মিয়া, আব্দুল ওলী, ইয়াহিয়া চৌধুরী, সামছুল ইসলাম সরদার, আব্দুর রাজ্জাক, মহিউদ্দিন তালুকদার মিলাদ, জুয়েল তালুকদার, আবু হাসান চৌধুরী সাজু, সালমান মিয়াসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে