ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে ৮ ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)’র কাছে হস্তান্তর করেন। তারা হলে চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার হাকিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মামুন মিয়া (২৬) একই এলাকার বাবলু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৯) তার ভাই শিহাব মিয়া (২৩) ও রুবেল মিয়া (২৫) জমির উল ইসলামের ছেলে রাকিবুল ইসলা (১৯) নুরুল ইসলামের ছেলে শাকিল মিয়া (২৭) রুহুল আমিনের ছেল রিহান মিয়া (২০) ও কালু মিয়ার ছেলে ইকবাল।
ধর্মঘর বিওপির নায়েক সুবেদার আবু সায়েদ জানান কাজের সন্ধ্যানে তারা কিছুদিন আগে দালালের মাধ্যমে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিল। সেখানে ভারতীয় আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হয়। এরপর বিএসএফ তাদের পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্যা বলেন- বিকালে তাদেরকে থানায় হস্তান্তর করেন-আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।