জুলাইয়ের শুরুতেই রেমিট্যান্সে ঊর্ধ্বগতি, এসেছে ৬৭ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ০৮:১২ পিএম
জুলাইয়ের শুরুতেই রেমিট্যান্সে ঊর্ধ্বগতি, এসেছে ৬৭ কোটি ডলার

বাংলাদেশের প্রবাসী আয়ে আবারও চাঙা প্রবাহের ইঙ্গিত মিলেছে চলতি জুলাই মাসের শুরুতেই। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, জুলাইয়ের প্রথম সাত দিনে দেশে ৬৬ কোটি ৬০ লাখ ডলার থেকে ৬৭ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স এসেছে। ডলারের বর্তমান বাজারদর (প্রতি ডলার ১২২ টাকা) অনুযায়ী, এই অর্থের পরিমাণ দাঁড়ায় আট হাজার ১২৫ কোটি ২০ লাখ টাকার বেশি। অর্থাৎ প্রতিদিন গড়ে সাড়ে ৯ কোটি ডলারেরও বেশি প্রবাসী আয় দেশে প্রবাহিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রেমিট্যান্স প্রবাহে এ ঊর্ধ্বগতি ইতিবাচক অর্থনৈতিক বার্তা বহন করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিকতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, জুলাইয়ের প্রথম সাত দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ১৩ কোটি ৫০ লাখ ডলার বেশি। ২০২৪ সালের জুলাই মাসের প্রথম সাত দিনে দেশে ৫৩ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৪৩ শতাংশ। বাংলাদেশি মুদ্রায় এ বৃদ্ধির পরিমাণ প্রায় ছয় হাজার ৪১২ কোটি টাকা।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় ২৮২ কোটি ডলারের রেমিট্যান্স, যা টাকার অঙ্কে প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকা। ওই মাসে গড়ে প্রতিদিন এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার। জুন মাসটি ছিল বিদায়ী অর্থবছরের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের মাস। তারও আগে মে মাসে দেশে এসেছিল ২৯৭ কোটি ডলার, যা ছিল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত মার্চ মাসে, ৩২৯ কোটি ডলার।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত পুরো সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। আগের অর্থবছরে প্রবাসী আয় হয়েছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রবাসীদের আস্থার ওপর রেমিট্যান্স প্রবাহের বড় প্রভাব পড়ে। বিভিন্ন সময়ে রাজনৈতিক পট পরিবর্তন রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

আপনার জেলার সংবাদ পড়তে