সেনবাগে ১৫০ বিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষনা, পরীক্ষা স্থগিত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৫, ০৪:২৭ পিএম
সেনবাগে ১৫০ বিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষনা, পরীক্ষা স্থগিত

গত তিন দিনের টানা প্রবল বর্ষণে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় বন্যা পরিস্থিতির দেখা দিয়েছে । টানা বর্ষণের কারণে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এবং বিদ্যালয় গুলোর ক্লাশরুম শ্রেনী কক্ষে পানি প্রবেশ করায় ১২৪টি বিদ্যালয় ও ২৬টি মাধ্যমিক বিদ্যালয় কাল ১০ জুলাই পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা করা হয়ছে। এই কারণে বিদ্যালয় গুলোতে চলা পরীক্ষাও স্থাগিত করা হয়েছে।  তবে,চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে পানি না ওঠায় ওই পরীক্ষার বিষয়ে কোন সিন্ধান্ত হয়নি বলে জানান,সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। 

জানাগেছে,রোববার থেকে সেনবাগসহ জেলা সর্বত্র মুসলধারে প্রবল বৃষ্ঠি বর্ষণের কারণে সেনবাগ উপজেলা ৯টি ইউনিয়ন ও একটি পৌর সভার এলাকার ৫০ ভাগ নিম্বমঞ্চল প্রবল বর্ষণের কারণে নিমজ্জিত হয়েছে। এতে করে পানি জমে থাকায় বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার ঊপক্রম হয়েছে।

বন্যা পরিস্থিতি থেকে উত্তোরণে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউনেও) মোঃ মহিঊদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতুৃত্বে ঝড়বৃষ্ঠি উপেক্ষা করে গত দুই দিন যাবত সেনবাগ পৌরসভা ও ৯টি ইউনিয়নে অবৈধ ভাবে দখল করা স্থাপনা, মাটি দিয়ে বন্ধ করা পোল,কালভাট এবং খাল বসানো ভেসাল জাল উচ্ছেদ করে পানি প্রবাহ চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নির্বাহী অফিসার মোঃ মহিঊদ্দিন জানান, একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে প্রবল বর্ষণের কারণে যে জলাবদ্ধতা সৃষ্ঠি হয়েছে এরজন্য দায়ী মানুষ। এছাড়াও তিনি আরো জানান,বন্যা পরিস্থিতি অবনতি হলে উপজেলা ৯টি ইউপি ও একটি পৌরসভা এলাকার ১৭৮টি আশ্রায় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে