আগামী ১১ জুলাই শুক্রবার নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ'র নেতৃত্বে খুলনায় বসছে জুলাই বিপ্লবীদের মিলন মেলা। ওইদিন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই পদযাত্রার অংশ হিসেবে খুলনা সফর করবেন। একই সঙ্গে তারা জুলাই শহীদদের কবর জিয়ারত, শহীদ ও আহতদের পরিবারের খোঁজ-খবর নেওয়া এবং সমাবেশে যোগ দেবেন বুধবার খুলনা প্রেসক্লাবে দলটির জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে আলাদা সংবাদ সম্মেলনে প্রোগ্রাম বাস্তবায়নের বিষয়ে তুলে ধরা হয়। জানানো হয়, ১৫ থেকে ২০ হাজার লোক সমাবেশে যোগ দেবেন। খুলনার শিববাড়ি ও খালিশপুর পিপল চত্বরে এ কর্মসূচি পালিত হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই পদযাত্রা হবে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক কর্মসূচি, যার মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক বার্তা পৌঁছানো হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতির লক্ষ্যে এনসিপি এ পদক্ষেপ গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নাহিদ ইসলাম, আখতার হোসেন, সামান্তা শারমিন, নাসির পাটোয়ারী, তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তানজিল মাহমুদ, মেজবাহ কামাল মুন্না, ফরিদুল হক, সাকিব শাহরিয়ার ও ওয়াহিদুজ্জামান সহ এনসিপি-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। জনগণের আকাঙক্ষা, মতামত ও দাবি-দাওয়া নিয়েই গঠিত হবে এনসিপি-এর আগামী দিনের রাজনীতি এবং নতুন এক রাজনৈতিক ব্যবস্থা। ইতিমধ্যেই খুলনা মহানগরীর সর্বোস্তরের সংগঠকবৃন্দ এনসিপির এই জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক গণসংযোগ শুরু করেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ) বলেন, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ১৬ বছরের স্বৈরশাসনের পতনের বছরপূর্তীর দ্বার প্রান্তে আমরা। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী প্রথার বিলোপ, বিচার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দলকে পদচ্যুত করা হয়। সেই পরিবর্তনের বার্তা, সংস্কার, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে গণঅভ্যুত্থানের অগ্রসৈনিকেরা দেশগঠনে জুলাই পদযাত্রা করছে। যার ধারাবাহিকতায় আগামী ১১ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিবর্তনের বার্তা নিয়ে খুলনাবাসীর সামনে উপস্থিত হবেন।
জানানো হয়, ২৪ এর জুলাই-আগস্টে যে শিববাড়ি মোড় থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ সারা খুলনায় ছড়িয়ে পড়েছিল, সেই শিববাড়ি মোড়ে বছর ঘুরতেই জুলাই বিপ্লবীদের পুন:মিলনী হবে। নতুন বাংলাদেশ গঠনের বার্তা নিয়ে জনতার দ্বারে দ্বারে যাবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমরা। জনতার আকাঙক্ষা, মতামত নিয়ে গঠিত হবে এনসিপির রাজনীতি ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত।
নেতৃবৃন্দ জানান, এই পদযাত্রা বিকাল ৫টা থেকে শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টায় পিপলস মোড়, খালিশপুরে গিয়ে শেষ হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি খুলনায় পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. মোঃ আব্দুল্লাহ চৌধূরী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি, প্রচার ও প্রচারণা সেলের সদস্য সচিব এম সাইফুল ইসলাম, পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য গোলাম মোর্তজা সাগর, রুমি রহমান, সানজিদা আক্তার আখি, গোলাম মোস্তফা সজিব মোল্লা, মহরম মাহিম, সামসুল আরেফিন লিওন, রেজওয়ান আহমেদ, খালিদ সাইফুল্লাহ ও জয় বৈদ্য।
অপরদিকে, বুধবার দুপুরে খুলনা প্রস্তাবে দলের মহানগর সংগঠকদের পক্ষ থেকে আয়োজিত অপর সংবাদ সম্মেলনে নগর সংগঠক আহম্মদ হামীম রাহাত বলেন, ১১ই জুলাই, শুক্রবার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিবর্তনের এক নতুন বার্তা নিয়ে খুলনা শহরে আসছেন।
তিনি বলেন, ১১ জুলাই নাহিদ- হাসনাত আব্দুল্লাহরা খুলনার বাইতুন নূর জামে মসজিদের জুমার নামাজ আদায় করবেন। এরপর খুলনায় শহীদদের কবর জিয়ারত এবং শহিদ ও আহতদের পরিবারের খোঁজ খবর নেবেন। বিকেলে নগরীর পিটিআই মোড় থেকে পদযাত্রা শুরু হবে। সেখান থেকে শিববাড়িতে বিপ্লবীদের পুনর্মিলনী শেষে সোনাডাঙ্গায় গিয়ে পদযাত্রা শেষ হবে। এছাড়া সন্ধ্যা ৭টায় খালিশপুর পিপলস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি সকলকে নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আহবান জানান।