বুধহাটায় জমি উদ্ধার ও প্রতিপক্ষের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৫, ০৮:০৬ পিএম
বুধহাটায় জমি উদ্ধার ও প্রতিপক্ষের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাশুনি উপজেলার বুধহাটায় অবৈধ দখল থেকে জমি ফেরৎ পেতে ও প্রতিপক্ষের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। 

বুধহাটা গ্রামের মৃত মনির উদ্দীন সরদারের ছেলে আঃ হাই সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, পারিবারিক গোলযোগকে ভিন্নখাতে প্রবাহের লক্ষ্যে আঃ হামিদ, সোহাগ, মোর্তজা, আঃ ছাত্তার গাজী মার্কেটে দা-রড নিয়ে হামলার মিথ্যা গল্প ফেদে হয়রানীর চেষ্টা করেছে। আমি সাতক্ষীরায় থাকি, ভাই কাদের ব্যবসায়ী। তাদের বাড়ির মধ্যে আমাদের ১০ শতক জমি তারা অবৈধ দখল করে আছে। জমিতে আমাদের মাটি ফেলতে, ভোগজাত করতে দেয়া হয়না। তারা বলে থাকে বুধহাটায় আয় দেখে নেব। আর এখন তারা উল্টো তাদের উপর হামলার অভিযোগ করছে। 

আফিল উদ্দীনের ছেলে আঃ কাদের বলেন, আমি বুধহাটা বাজারে ২৫/৩০ বছর চালের ব্যবসা করি। আমার পোল্ট্রি ফার্ম আছে। আমি ঘোষেদের কাছ থেকে জমি কিনে বাগানের মধ্যে বসবাস করি। তারা আমার ঘর ভেঙ্গে পথ বের করতে চায়। তারা প্রতিবেশীদের সাথে সঙ্গ দিয়ে আমাকে হত্যার হুমকী দিয়েছে। হুমকী রেকর্ড করা আছে। 

বুধহাটা ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন অভিযোগ করে বলেন, আমার নামে সাংবাদিক সম্মেলনে মিথ্যা ও ভুয়া কথা বলা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা ছাত্র, তারা ঘটনার সময় ছিলনা। পারিবারিক সমস্যা নিয়ে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম। শত্রুতা করে হামলা, অস্ত্র দেখানোর কথা বলা হয়েছে বলে তিনি দাবী করেন। এব্যাপারে তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে