বাঘায় এক নারী বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০১:২৬ পিএম
বাঘায় এক নারী বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু
রাজশাহীর বাঘায় পতেঙ্গা বেগম (৫০) নামের এক নারী বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকাল ৫ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পতেঙ্গা বেগম বাউসা ইউনিয়নের ধন্দহ-অমরপুর গ্রামের নঈম উদ্দিনের স্ত্রী। জানা গেছে, পতেঙ্গা বেগম টিভি দেখার জন্য মাল্টি প্লাগে লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পতেঙ্গা বেগমের ছেলে সুজন মাহমুদ বলেন, আমার মা টিভি দেখার জন্য মাল্টি প্লাগে লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট মৃত্যু হয়েছে। বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে