রাজারহাটে ক্বওমি মাদ্রাসায় ঢেউটিন ও টাকা বিতরণ

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০২:১৯ পিএম
রাজারহাটে ক্বওমি মাদ্রাসায় ঢেউটিন ও টাকা বিতরণ

কুড়িগ্রামের রাজারহাট রেজিয়া বেগম ক্বওমি মাদ্রাসায় ঢেউটিন, নগদ টাকা ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা সদরের রেজিয়া বেগম ক্বওমি মাদ্রাসায় ৪বান্ডিল ঢেউটিন, নগদ ১২হাজার টাকা ও ৪টি সিলিং ফ্যান বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান, রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিল উদ্দিন, প্রতিষ্ঠানটির সভাপতি আলহাজ্ব মনসুর আহমেদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ও মো. আজম আলী।

আপনার জেলার সংবাদ পড়তে