নিখোঁজ নয়,পারিবারিক নির্যাতনের শিকার হয়ে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন হাবিবা

এম.এ ওমোর | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০৩:৪৪ পিএম
নিখোঁজ নয়,পারিবারিক নির্যাতনের শিকার হয়ে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন হাবিবা
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজার থেকে নিখোঁজ হওয়ার সাড়ে তিন মাস পর হাবিবা জান্নাত তামান্না (২১) নামের এক তরুণীকে অবশেষে উদ্ধার করা হয়েছে। অভিযোগ পাওয়ার ১৩ দিনের মধ্যেই তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮টার দিকে বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম এলাকার একটি ভবন থেকে নিখোঁজ ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, নিখোঁজ হাবিবা জান্নাত তামান্না বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজানা গ্রামের মৃত নিজাম উদ্দিনের চতুর্থ মেয়ে।

একই উপজেলার উত্তর আকাখাজানা গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল বাছিতের বড় মেয়ে তাছলিমা জান্নাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার সুবাধে গত ২২ ফেব্রুয়ারি ওই বাড়িতে যান এবং সেখানে কিছুদিন অবস্থান করার পর ১৪ মার্চ নিখোঁজ হন। রহস্যজনক কারণে ওই তরুণী নিখোঁজের পর থেকে ওই প্রবাসীর পরিবারের সন্ধানও স্থানীয় কেউই জানতো না। তাছাড়া নিখোঁজের পর থেকে স্বজন ও এলাকাবাসী বিভিন্নভাবে ওই প্রবাসীর পরিবারের সাথে যোগাযোগ করলেও তারা হাবিবার সন্ধান জানে না বলে জানান। স্থানীয় আকাখাজানা গ্রামের লোকজনও এ ব্যাপারে একাধিকবার উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছেন।

পরবর্তীতে গত ২৬ জুন বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন নিখোঁজ তরুণীর বড়বোন রাহেলা আক্তার। এরই সূত্র ধরে পুলিশ তাকে খুঁজতে শুরু করে এবং একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান চিহ্নিত করে এসআই আল আমিনসহ একদল পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে।

এই প্রতিবেদনটির তথ্য, বক্তব্য ও সকল দায়-দায়িত্ব লেখকের। এর জন্য সম্পাদক দায়ী থাকবেনা

আপনার জেলার সংবাদ পড়তে